• ঢাকা
  • মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ , রাত ০১:১৮
  • ৩ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বন্যার্তদের সহযোগিতার লক্ষে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে গণত্রাণ সংগ্রহ শুরু

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বন্যার্তদের সহযোগিতার লক্ষে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে গণত্রাণ সংগ্রহ শুরু ই-পেপার/প্রিন্ট ভিউ

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ  প্রতিনিধিঃ

বন্যার্ত মানুষকে সহযোগিতা করার লক্ষে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গনে তিন দিন ব্যাপী "গণত্রাণ " সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

চলমান বন্যায় ফেনী,নোয়াখালী ও কুমিল্লা'র বন্যার্ত মানুষকে কিছুটা হলেও সহযোগিতা করার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ এর প্রভাষক নিয়াজ আহমদ ভূঁইয়ার উদ্যোগে ও অত্র শিক্ষাঙ্গন এর শিক্ষার্থীদের আয়োজনে ২৬ শে আগষ্ট রোজ সোমবার সকাল থেকে তিন দিন ব্যাপী গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম ২৮ শে আগষ্ট পর্যন্ত চলবে। এই কার্যক্রমে ত্রাণ হিসেবে নগদ অর্থ , শিশু খাদ্য, শুকনো খাবার, চাল-ডাল, সয়াবিন তৈল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, নতুন /পুরাতন ব্যবহার যোগ্য কাপড় ইত্যাদি সংগ্রহ করা হচ্ছে।

এ ব্যাপারে শিক্ষার্থী মোঃ মারজান হোসেন চৌধুরী দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে  বলেন, দেশের ক্রান্তিলগ্নে দেশের সকল শ্রেনী পেশার জনসাধারণ ও ছাত্র সমাজ যথাসাধ্য অতুলনীয় ভূমিকা পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় চলমান বন্যায় ফেনী,নোয়াখালী ও কুমিল্লার বন্যার্ত মানুষকে কিছুটা হলেও সহযোগিতা করার লক্ষে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ এর শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গণত্রাণ সংগ্রহ শুরু হয়েছে । শিক্ষাঙ্গন চলাকালীন সময়ে এই ত্রাণ সংগ্রহ ২৮ শে আগষ্ট পর্যন্ত চলবে। তাই জনকল্যাণে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।


সুনামগঞ্জ

জগন্নাথপুর

আরও পড়ুন